ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছেন তার দল ডেমোক্র্যাটরা। যদিও বাইডেন বারবার দাবি করছিলেন, যে তিনি কখনই এই পদক্ষেপ নেবেন না। তবে এটি স্পষ্ট ছিল হান্টার বাইডেনের আইনজীবীদের কাছে। সিএনএন এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং শাস্তি ঘোষণার অপেক্ষায় ছিলেন। এ ছাড়াও কর ফাঁকির ঘটনায়ও তিনি দোষী সাব্যস্ত হন। তবে তাঁর কারাদণ্ড হয়নি। ৫৪ বছর বয়সী হান্টারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলে, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করেছেন। এনিয়ে বাইডেন প্রশাসনে একাধিক কর্মকর্তার কখনোই বিশ্বাস করেননি যে প্রেসিডেন্ট যা বলেছিলেন তা সত্য।
একজন প্রাক্তন সিনিয়র ওয়েস্ট উইং সহকারী মন্তব্য করেন, যারা শীর্ষে ছিল, তারা জানতো যে এই সিদ্ধান্তই হবে। কেন আমরা অন্যভাবে উপস্থাপন করলাম?
অন্য একজন প্রাক্তন সিনিয়র হোয়াইট হাউস কর্মকর্তা জানান, আশেপাশের সবাই নিশ্চিত ছিলেন যে প্রেসিডেন্ট শেষমেশ তার পুত্রকে ক্ষমা করবেন এবং আরও একজন কর্মকর্তা বলেন, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এর শেষ কোথায় যাবে।
তবে, বাইডেনের ঘনিষ্ঠ মিত্রদের জন্য হলেও হান্টার বাইডেন ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করতেন আইনজীবীরা।
যদিও কিছু ডেমোক্র্যাট আইন প্রণেতা এই সিদ্ধান্তে সমালোচনা করেছেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ার ৭ নভেম্বর বলেন,হান্টার বাইডেনের ক্ষমা কোনওভাবেই গ্রহণ করা যাচ্ছে না।
তবে, জো বাইডেনের এই সিদ্ধান্ত তার জন্য একটি সংবেদনশীল বিষয় ছিল, কারণ তিনি বরাবরই তার পরিবারের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। হান্টার বাইডেনের বিরুদ্ধে জুনে একটি অস্ত্র কেনা এবং রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আবার সেপ্টেম্বরে ১.৪ মিলিয়ন ডলারের ট্যাক্স ফাঁকির জন্য ৯টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
আশিকুর রহমান