ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এবার হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৯:২৪, ৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১০:৪০, ৩ ডিসেম্বর ২০২৪

এবার হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের আগে যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তবে এটি বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। সোমবার (২ ডিসেম্বর) ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় এক এই হুঁশিয়ারি দেন।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বহুল ব্যবধানে জয় লাভ করেন। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিবেন। এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তার শক্ত অবস্থান স্পষ্ট করলেন তিনি।  

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমি দায়িত্ব গ্রহণ করার আগেই গাজায় জিম্মি করে রাখা ব্যক্তিদের মুক্তি দিতে হবে। মানবতার বিরুদ্ধে চালানো এমন নৃশংস কর্মকাণ্ডের জন্য দায়ীদের ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হবে। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের ওপর ব্যাপক হামলা চালায় হামাস। এ সময় হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে ব্যাপক সহিংসতা চালায়, যাতে অন্তত ১,২০০ জন নিহত হন। পাশাপাশি ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।  

পরবর্তী সময়ে হামাস কিছু জিম্মিকে মুক্তি দেয় এবং কয়েকজনের মৃত্যু হয়। বর্তমানে তাদের হাতে ৯৭ জন জিম্মি রয়েছে বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের এই কড়া বার্তা হামাসের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আশিকুর রহমান

×