ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতের ময়লা-আবর্জনা দিয়ে বাংলাদেশ ঢেকে ফেলার হুমকি

প্রকাশিত: ০৯:১৮, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতের ময়লা-আবর্জনা দিয়ে বাংলাদেশ ঢেকে ফেলার হুমকি

বিজেপির নেতা শুভেন্দু অধিকারী

শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সম্পর্কে ভাঙন ধরেছে বাংলাদেশ ও ভারতের মাঝে। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারত থেকে বিভিন্ন সময় নানা ইঙ্গিতে হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বাংলাদেশকে। সেই সঙ্গে রপ্তানি বন্ধ করে চাপে ফেলতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। 

এদিকে, এসবের মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গতকাল সোমবার  কড়া হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয়, ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না।’

বিজেপির নেতা বলেন, ‘১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হতে পারে না ভবিষ্যৎ।’

জনসভায় তিনি বলেন, ‘আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল ৬টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা ২৪ ঘণ্টা চলবে। 
এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচদিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু, পেঁয়াজ কীভাবে খায়, সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ।’

এম হাসান

×