হাউমাউ করে কাঁদলেন বর
বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, বিয়ে দুটি পরিবারকেও এক করে। এত আনন্দের মাঝেও একটি বিয়ের ভিডিও সবাইকে আবেগঘন করে দিল। ভিডিওটি ভাইরাল পর পরই সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা ওই বরকে ‘আদর্শ স্বামী’র তকমা দিয়েছে।
‘সোশ্যালশাদি’ হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রামে আপলোড করা আবেগঘন ক্লিপটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের পরের দিন সকালে একটি জায়গায় বসে রয়েছেন পাত্র-পাত্রী। খুব শিগগিরই বাপের বাড়ি ছাড়বেন নববধূ। সকলে তাদের আশীর্বাদ করছেন। এমন সময় হঠাৎই ডুকরে কেঁদে ওঠেন নববধূ। তাকে শান্ত করার জন্য অনেকেই এগিয়ে আসেন। তার গায়ে-মাথায় হাত বুলিয়ে দেন আত্মীয়রা। তবে সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন পাত্রও। তারও চোখে জল চলে আসে। তিনিও কেঁদে ফেলেন। তখন কনেকে ছেড়ে বরের দিকে এগিয়ে যান বাকিরা। তার চোখ মুছিয়ে দেন।
তাসমিম