রুশ বন্দিশিবিরে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন ইউক্রেনীয় পুরুষ বন্দিরা, বলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ১১৪ জন পুরুষ নির্যাতনের শিকার। যদিও ভুক্তভোগীর সকলের তথ্য সামনে আসেনি বলে নিশ্চিত ইউএনএফপিএ।
ইউএনএফপিএর মতে, প্রতিটি রেকর্ড করা ঘটনার পেছনে আরও ১০ থেকে ২০টি ঘটনা অপ্রকাশিত থেকে যেতে পারে।
গত সেপ্টেম্বরে একটি মানবাধিকার কমিশন জানায়, রুশ কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে যৌন নির্যাতন করছে। উচ্চপদস্থ রুশ কর্মকর্তারা এ ধরনের অপরাধ বন্ধ করার পরিবর্তে তা মেনে নিয়েছেন।
ইউএনএফপিএ ইউক্রেন প্রতিনিধি ম্যাসিমো ডায়ানা জানায়, যৌন নির্যাতনের শিকারদের জন্য মানসিক ও শারীরিক পুনর্বাসনের প্রয়োজনীয়তা অনেক। কিন্তু তা বাস্তবায়নের পথে অনেক বাধা রয়েছে।
ডায়ানা বলেন, পুরুষ ভুক্তভোগীদের অনেকেই লজ্জা এবং ভুল বোঝার ভয়ে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন না। তারা প্রায়ই সমকামী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কায় থাকেন।
ইউএনএফপিএ জানায়, ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে বন্দীদের যৌন নির্যাতনের ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠায় রুশ সেনারা।
বিশেষজ্ঞরা বলেন, এসব প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
তানজিলা