ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশ নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না: শশী থারুর

প্রকাশিত: ১৬:২৫, ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশ নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না: শশী থারুর

শশী থারুর

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের বেশি কথা বলা ঠিক হবে না বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।  গতকাল ভারতের সংবাদমাধ্যম এএনআইকে একথা জানান তিনি।

শশী থারুর বলেন, 'আমাদের এটি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক হবে না কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়।'

তিনি জানান, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আগামী ১১ ডিসেম্বর পররাষ্ট্র বিষয়ক কমিটি একটি বৈঠক ডেকেছে। এই কমিটির বর্তমান প্রধান শশী থারুর।

শশী থারুর বলেন, যদি এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে এসে বললে ভালো হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে আমরা আগামী ১১ ডিসেম্বর পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক ডেকেছি। 

বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়ে উদ্বিগ্ন। সব সংখ্যালঘুর নিজ দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত।

এসআর

×