পাকিস্তানে বিক্ষোভ চলাকালে নামাজরত এক ব্যক্তিকে কনটেইনার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার ইসলামাবাদে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের দল পিটিআই অভিযোগ করেছে যে, ইসলামাবাদের জিন্নাহ ও আতাতুর্ক অ্যাভিনিউয়ের সংযোগস্থলে নিরাপত্তা বাহিনীর এমন আচরণ নৃশংসতার উদাহরণ।
ঘটনার দিন ওই ব্যক্তি কনটেইনারের ওপর নামাজ পড়ছিলেন। তখনই নিরাপত্তা বাহিনীর এক সদস্য তাকে ধাক্কা দিয়ে প্রায় তিনতলার সমান উচ্চতা থেকে নিচে ফেলে দেন।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দাঙ্গা দমনকারী ঢাল বহন করা এক রেঞ্জার সদস্য নামাজরত ওই ব্যক্তির কাছে এসে তাকে ধাক্কা দেন। ওই ব্যক্তি কনটেইনারের কিনারা আঁকড়ে ধরার চেষ্টা করলেও পরে নিচে পড়ে যান। এ ঘটনায় তার শারীরিক অবস্থার আপডেট এখনো জানা যায়নি।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এই কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত।
নামাজরত অবস্থায় এমন সহিংস আচরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে বলছেন, ধর্মীয় স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারে এটি সরাসরি হস্তক্ষেপ।ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও এই ঘটনায় পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তান সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে।
সূত্র: বিবিসি
নাহিদা