ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতজুড়ে ১ নভেম্বর প্রার্থনা ও কীর্তনের ডাক দিয়েছে ইসকন

প্রকাশিত: ১০:৩৬, ৩০ নভেম্বর ২০২৪

ভারতজুড়ে ১ নভেম্বর প্রার্থনা ও কীর্তনের ডাক দিয়েছে ইসকন

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়েরের ঘটনায় ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বিশ্বব্যাপী একত্রিত হয়ে আগামী ১ ডিসেম্বর প্রার্থনা এবং কীর্তনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

ইসকন কলকাতার মুখপাত্র রাধারমন দাস এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছেন, "বিশ্বের ১৫০টিরও বেশি দেশ এবং অসংখ্য শহরে ইসকনের কোটি কোটি ভক্ত একত্রিত হয়ে আগামী রবিবার, ১ ডিসেম্বর, প্রার্থনা ও কীর্তনে অংশ নেবেন। সবাইকে স্থানীয় ইসকন মন্দির বা সম্প্রদায়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।"
উল্লেখ্য, ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি দেশদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলায় ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি হিন্দু সমাবেশে বাংলাদেশ জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে।

চিন্ময় দাস জামিনের আবেদন করলেও মঙ্গলবার তা নাকচ হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা এবং চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।
ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ভারতীয় সংসদে বলেছেন, "বাংলাদেশ সরকারের দায়িত্ব তাদের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা নিশ্চিত করা।"

এদিকে, বাংলাদেশের উপ-হাইকমিশনের ওপর কলকাতায় হওয়া সহিংস প্রতিবাদে ঢাকা ভারতকে তাদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ইসকনের আহ্বানে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একত্রিত হয়ে এই কঠিন সময়ে প্রার্থনা করার পরিকল্পনা করেছে বলে জানান তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নাহিদা

×