ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেছেন তিনি। তবে, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পুতিন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্থানে এক বৈঠক শেষে পুতিন মার্কিন প্রেসিডেন্টের বিষয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন নির্বাচনের প্রচারণার সময় যে ঘটনাগুলো ঘটেছে, তা দেখে তিনি অবাক হয়েছেন। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যাচেষ্টা করা হয়েছে, সে বিষয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, “আমার মতে, ট্রাম্প এখন নিরাপদে নেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে, ট্রাম্প একজন বুদ্ধিমান ব্যক্তি এবং আমি আশা করি তিনি তার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকবেন।”
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের পরিবারের বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে, তা নিয়েও অবাক হয়েছেন পুতিন। তিনি বলেন, “পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হচ্ছে, এর জবাব আমরা অবশ্যই দেব। ইতোমধ্যে এই বিষয়ে কথা বলা হয়েছে এবং পরীক্ষাও চলছে। ২১ নভেম্বর আমরা (ইউক্রেনে) এর ব্যবহার দেখিয়েছি।”
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা বা শিল্প-সংক্রান্ত প্রতিষ্ঠান, কিংবা কিয়েভের নীতিনির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোও থাকতে পারে।”
নুসরাত