ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

চিন্ময় দাসের ঘটনায় নিজেদের পুলিশ পেটালো ভারতীয়রা

প্রকাশিত: ১৭:০২, ২৯ নভেম্বর ২০২৪

চিন্ময় দাসের ঘটনায় নিজেদের পুলিশ পেটালো ভারতীয়রা

চিন্ময় কৃষ্ণ দাস ও আহত পুলিশ

রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকিমশন ঘেরাওয়ের চেষ্টা করা হয়ছে। এসময় দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালালে পুলিশের এক সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

টাইম অব ইন্ডিয়া বলছে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই মিছিলে বিক্ষোভকারীরা বাংলাদেশ কনস্যুলেটের কাছে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ভিড়কে অগ্রসর হতে বাধা দেয়, ফলে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং আহত অফিসারকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ের কাছাকাছি গেলে বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। এছাড়া চিন্ময় দাস ও সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


মূলত গত সোমবার সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহের মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এর প্রেক্ষিতেই বিক্ষোভ বের করে হিন্দু মহাসভা।

ইসরাত

×