ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

১১৭ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখল সিউলবাসী

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ২৮ নভেম্বর ২০২৪

১১৭ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখল সিউলবাসী

রেকর্ড তুষারপাতে ঢেকে গেছে সিউল

রেকর্ড ভাঙা তুষারপাত দেখল দক্ষিণ কোরিয়া। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানী সিউলে। তুষারে বৃহস্পতিবার অন্তত চারজনের প্রাণহানি ঘটে। ১৯০৭ সালে দেশটিতে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভারি তুষারপাতের ঘটনা। বুধবার অন্তত ১৬ সেন্টিমিটার তুষারপাত হয়েছে রাজধানীতে। খবর বিবিসি অনলাইনের। 
এর আগে ১৯৭২ সালের নভেম্বরে রেকর্ড ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল। এবারের তুষারপাত ছড়িয়ে গেছে সেই রেকর্ড। ভারি তুষারপাতের কারণে বুধবার অচল হয়ে পড়ে জনজীবন। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল, বাতিল হয় বহু ফ্লাইট। সিউলের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হওয়ারও খবর এসেছে। সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইউন কি-হান বলেন, পশ্চিমা বাতাস এবং সমুদ্রপৃষ্ঠ ও ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার লক্ষণীয় তারতম্যের কারণে এমন ভারি তুষারপাত ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা অব্যাহত ছিল।

ব্যবসায়ী বে জু-হান বলেন, ‘গত সপ্তাহেও আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল, তবে মাত্র এক সপ্তাহের মধ্যেই নভেম্বরের আবহাওয়া শীতকালীন ওয়ান্ডারল্যান্ডে রূপ নিয়েছে বলে মনে হচ্ছে, যা একেবারেই বিপরীত একটি অবস্থা। ভারি তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিউলের প্রধান বিমানবন্দর ইনচিওন। যাত্রীদের ফ্লাইট গড়ে দুই ঘণ্টা বিলম্ব করে। প্লেন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্যানুসারে, এ সময় বিমানবন্দরটির ১৪ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছিল। আরও ১৫ শতাংশ ফ্লাইট বৃহস্পতিবার বাতিল হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে ৭৬টি রুটে ৯৯টি ফেরির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

×