ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

নিখোঁজ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

প্রকাশিত: ১৯:৫২, ২৮ নভেম্বর ২০২৪

নিখোঁজ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

ছবি: সংগৃহীত।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ইসলামাবাদে পিটিআই আয়োজিত বিক্ষোভের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এমন তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমগুলো।

ইসলামাবাদে পিটিআই’র এই বিক্ষোভটি ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত হয়েছিল।

দ্য ডেইলি গার্ডিয়ান এবং রিপাবলিকের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের অভিযান শেষে বিক্ষোভ শেষ হয়। এর পর পিটিআই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে, যেখানে দলের শীর্ষ নেতা এবং খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন।

তবে, সেদিনের এই প্রেস কনফারেন্সে বুশরা বিবির উপস্থিতি না থাকায় একটি সন্দেহের সৃষ্টি হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

বুশরা বিবি নিখোঁজ হওয়ার পেছনে ‘অপহরণ’ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তার বোন মরিয়ম রিয়াজ। বুধবার এক ভিডিও বার্তায় তিনি জানান, পিটিআই’র বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর থেকেই বুশরার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মরিয়ম আরও বলেন, "যদি বুশরা খাইবার পাখতুনখোয়া চলে যেতেন, তবে তিনি পরিবারকে অবশ্যই জানাতেন," উল্লেখ করে তিনি বলেন, এদিকে বুশরার গ্রেপ্তার বা খাইবার পাখতুনখোয়া যাওয়ার বিষয়ে একাধিক পরস্পরবিরোধী খবর ছড়িয়ে পড়ছে।

মরিয়ম রিয়াজ আরো বলেন, "পিটিআই’র কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে এবং বুশরা কখনোই ইমরান খানকে ত্যাগ করবেন না, এমনকি এমন পরিস্থিতিতে পালিয়ে যাওয়ার কথাও ভাববেন না।"

এদিকে, পিটিআই’র তথ্যবিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে জানিয়েছেন, বুশরা বিবি এবং আলী আমিন গান্দাপুর নিরাপদে আছেন। তিনি একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন, তবে সে সূত্রগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

×