ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

১৩ বছরের কিশোরীসহ ১১১ ধর্ষণের অভিযুক্ত ধনকুবে ফায়েদ

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ নভেম্বর ২০২৪

১৩ বছরের কিশোরীসহ ১১১ ধর্ষণের অভিযুক্ত ধনকুবে ফায়েদ

লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের সাবেক মালিক ও মিশরীয় ধনকুবের আল ফায়েদ চার দশক ধরে ১১১ জনেরও বেশি নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের মুখে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন মাত্র ১৩ বছরের এক কিশোরী।

এক ভুক্তভোগী জানান, ফায়েদ ছিলেন নিষ্ঠুর ও নীতিহীন। হ্যারডসের কর্মীদের তিনি নিজের ‘খেলনা’ হিসেবে দেখতেন। যৌন নিপীড়নের ঘটনাগুলো যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস ও সেন্ট ত্রোপেজ এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ঘটেছে। ফায়েদের বিরুদ্ধে কাজ করা আইনজীবী ব্রুস ড্রামমন্ড জানিয়েছেন, হ্যারডসে দুর্নীতি ও নিপীড়নের এক গভীর চক্র কাজ করত।

এক নারী জানান, লন্ডনের পার্ক লেনের একটি বাসায় তার সম্মতি ছাড়াই ফায়েদ তাকে ধর্ষণ করেন। তার আপত্তি সত্ত্বেও ফায়েদ তা অগ্রাহ্য করেছিলেন।

যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১৯৭৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফায়েদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এই মামলায় ৫০ হাজারেরও বেশি পৃষ্ঠার প্রমাণ বিশ্লেষণ করা হয়েছে, যেখানে ভুক্তভোগীদের বিবৃতিও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, লন্ডন মেট্রোপলিটন পুলিশের কিছু সদস্য ফায়েদকে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। একটি তদন্তে দেখা যায়, কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্য হ্যারডসে ফায়েদের অপকর্মে সাহায্য করেছেন। হ্যারডসের সাবেক নিরাপত্তা পরিচালক বব লফটাস জানিয়েছেন, পুলিশের এক সাবেক কমান্ডার হ্যারডস থেকে বিলাসবহুল উপহার গ্রহণ করেছিলেন।

গত সেপ্টেম্বরে বিবিসির এক তথ্যচিত্র প্রকাশিত হওয়ার পর ৯০ জন নারী নতুন করে অভিযোগ করেছেন। এর আগে ২০০৫ থেকে ২০২৩ সালের মধ্যে ২১ জন নারী পুলিশকে ফায়েদের নির্যাতনের কথা জানান।

উল্লেখ্য, প্রিন্সেস ডায়ানা ও দোদি ফায়েদের মৃত্যুর পেছনে ব্রিটিশ রাজপরিবারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ফায়েদ। তিনি ২০২৩ সালে ৯৪ বছর বয়সে মারা যান।

সূত্র: দ্য গার্ডিয়ান

নাহিদা

×