ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলার ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। দেশটির জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে জানান, ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চলছে। এ কারণে জাতীয় পাওয়ার গ্রিডের পরিচালনাকারী প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
সুমি অঞ্চলের শোস্তকা এলাকার অবকাঠামোতেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন।
খারকিভ অঞ্চলে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ।
ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা উকরেনেরগো জানিয়েছে, কিয়েভ, ওডেসা, দনিপ্রো এবং দোনেৎস্ক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
রুশ হামলার পর ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ এলাকায় পাঁচ লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। রিভনে অঞ্চলে ২ লাখ ৮০ হাজার এবং ভলিন অঞ্চলে আরও ২ লক্ষ ১৫ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এটি চলতি বছরে রাশিয়ার একাদশ বড় ধরনের হামলা। মন্ত্রণালয় বলছে, বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে, তবে এটি নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
রাজু