ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাম্পের শুল্কনীতির বলি হবে ৪ লাখ আমেরিকান: হুমকি মেক্সিকোর 

প্রকাশিত: ১৫:৫৫, ২৮ নভেম্বর ২০২৪

ট্রাম্পের শুল্কনীতির বলি হবে ৪ লাখ আমেরিকান: হুমকি মেক্সিকোর 

ট্রাম্পের শুল্কনীতির বলি হবে ৪ লাখ আমেরিকান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই নীতি যদি তিনি বাস্তবায়ন করেন তাহলে মেক্সিকোও পাল্টা ব্যবস্থা নেবে। এমনকি তার এই শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ৪ লাখ মানুষ চাকরি হারাতে পারেন এবং মার্কিন ভোক্তাদের জিনিসপত্র কিনতে বাড়তি অর্থ খরচ করতে হবে। 

স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) কোনো ধরনের রাখ-ঢাক ছাড়াই এসব কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। খবর রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, যদি যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে তাহলে মেক্সিকোও শুল্ক বাড়াবে।

অন্যদিকে শেইনবাউমের পাশে বসে মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড  শুল্কের বদলে আরও আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন করলে পরিস্থিতি আরও খারাপ হবে। এটি মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউএসএমসিএ বাণিজ্য চুক্তির লঙ্ঘন বলেও জানান তিনি।

এব্রার্ড সতর্ক করে বলেছেন, এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে, প্রবৃদ্ধি কমবে এবং মেক্সিকোতে উৎপাদনকারী মার্কিন কোম্পানিগুলোর ওপর দ্বিগুণ করের বোঝা চাপবে। কোম্পানিগুলোর ওপর এর প্রভাব বিশাল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই মেক্সিকো, কানাডা ও চীনের ওপর বড় ধরনের ট্যাক্স আরোপের হুমকি দেন ট্রাম্প। এদের মধ্যে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর “অতিরিক্ত” ১০ শতাংশ ট্যাক্স (শুল্ক) আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রে অবৈধ সীমান্ত পারাপার ও মাদক চোরাচালানের জবাবে এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

তাসমিম

×