মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চাপ দিচ্ছে দাবি করলেও ইসরায়েলকে ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
গত বুধবার বাইডেন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নবায়নের প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই অস্ত্র চুক্তির তথ্য সামনে আসে।
এক মার্কিন কর্মকর্তা বার্তা বলেন, অস্ত্রের এই চুক্তিটি নিয়ে কয়েক মাস ধরে কাজ চলছিল। কংগ্রেসনাল কমিটি অক্টোবরে চুক্তিটির বিস্তৃত পর্যালোচনা করেছে।
এই ডেলিভারির মধ্যে শত শত ছোট ব্যাসের বোমা এবং কয়েক হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট (জেডিএএম) অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গিয়েছে।
বাইডেন প্রশাসন এই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানকে তুলে ধরেছে- একদিকে যুদ্ধবিরতির আলোচনায় বসছে এবং অন্যদিকে ইসরায়েলের হাজার হাজার ফিলিস্তিনি হত্যা করতে কয়েক বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করছে।
গত মঙ্গলবার ধারাবাহিকভাবে ইসরায়েলকে সমর্থনকারী বাইডেন হোয়াইট হাউসে একটি ভাষণে ঘোষণা করেন, যে মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি পৌঁছেছে যা ৬০ দিনের মধ্যে ইসরায়েলকে লেবানন থেকে প্রত্যাহার করতে দেখবে। বুধবার ভোরে এই চুক্তি কার্যকর হয়েছে
তানজিলা