চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ভারতের রাজনৈতিক দল কংগ্রেস বুধবার বাংলাদেশে সংখ্যালঘুদের ‘অনিরাপত্তার’ কথা উল্লেখ করে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দলটির মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এদিন এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস আশা করে, ভারতের সরকার বাংলাদেশের সরকারের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটির সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে।’বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়া নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করছে।
তিনি আরো বলেন,ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
ফুয়াদ