সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তিন দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ পিটিআই। রাজধানী ইসলামাবাদে ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে বুধবার সকালে দলের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সরকারের চরম নিষ্ঠুরতা, মির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানায় পরিণত করেছে। তাই সাময়িকভাবে আমরা আমাদের দলীয় প্রধানের মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি। খবর এক্সপ্রেস ট্রিবিউন, আলজাজিরা ও আনন্দবাজার অনলাইনের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের নেতা-কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার বিক্ষোভকারীরা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকায় এসে পৌঁছে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করে। ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সেও সংঘাত শুরু হলে রেঞ্জার্স ও পিটিআইয়ের ৭ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগে থেকেই সেনা মোতায়েন করে রাখে। এমনকি পিটিআইয়ের যে কোনো কর্মী-সমর্থককে দেখামাত্রই গুলির নির্দেশ দেয়া হয়েছিল। রেড জোনে ঢুকে পড়া পিটিআইয়ের নেতাকর্মীদের মধ্যে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ছিলেন। তবে রেড জোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুশরা ও গান্দাপুর। মূলত এর পর থেকেই দুজনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুশরা ‘অপহরণের’ শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করেছেন তার বোন মরিয়ম রিয়াজ। মরিয়ম বুধবার এক ভিডিও বার্তায় বলেন, বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। পিটিআইয়ের বিক্ষোভকারীদের গাড়িবহর লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। মরিয়ম আরও বলেন, বুশরা যদি খাইবার পাখতুনখাওয়ায় যেতেন, তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। তাছাড়া বুশরার গ্রেপ্তার হওয়া বা খাইবার পাখতুনখাওয়ায় যাওয়ার বিষয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে জানান মরিয়ম। মরিয়ম বলেন, পিটিআইয়ের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বুশরা কখনোই ইমরান খানকে ত্যাগ করবেন না। কিংবা এমন পরিস্থিতিতে তিনি পালিয়েও যাবেন না। তবে পিটিআইয়ের তথ্যবিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম বলেন, বুশরা ও গান্দাপুর নিরাপদে আছেন। একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন কথা বলেন আকরাম। তবে সূত্রের বিষয়ে কোনো তথ্য দেননি পিটিআইয়ের এই নেতা।
ইমরানের স্ত্রীর অবস্থান নিয়ে ধোঁয়াশা
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রত্যাহার
শীর্ষ সংবাদ: