ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

মিয়ানমার সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি আইসিসি প্রসিকি

প্রকাশিত: ১৮:২০, ২৭ নভেম্বর ২০২৪

মিয়ানমার সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি আইসিসি প্রসিকি

রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমারের সামরিক শাসকের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর।

আজ বুধবার প্রসিকিউটর করিম খানের কার্যালয় থেকে বলা হয়, ২০২১ সালে অভ্যুত্থানে মিয়ানমারে ক্ষমতায় আসা সামরিক শাসকগোষ্ঠীর প্রধান মিন অং হ্লাইং রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতাবিরোধী আচরণ করেছেন।

আরও জানানো হয়, প্রসিকিউটর অফিস গত পাঁচ বছর ধরে দেশটির রাখাইন রাজ্যে ২০১৬-১৭ সালের সহিংসতার সময় সংঘটিত অপরাধের তদন্ত করছে।

ওই সময় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস অভিযান শুরু করে এবং হত্যা, নির্যাতন, ধর্ষণ অগ্নিসংযোগের খবরের মধ্যে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে।

বিবৃতিতে ইমরান খান বলেন, 'মিয়ানমারের সশস্ত্র বাহিনী, জাতীয় পুলিশ, বর্ডার গার্ড পুলিশ এবং -রোহিঙ্গা বেসামরিক নাগরিকরা ২৫ আগস্ট ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ এর মধ্যে এসব অপরাধ সংঘটিত করেছে।

আইসিসির বিচারকরা এই আবেদন বিচার বিশ্লেষণের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে।

তবে এ ব্যাপারে মিয়ানমারের সামরিক সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

জাতিসংঘের তদন্তকারীরা জানায়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান, যাতে গণহত্যা, ধর্ষণ ধ্বংসযজ্ঞ জড়িত ছিল, তা 'গণহত্যার অভিপ্রায়' নিয়ে চালানো হয়েছিল।

তানজিলা

×