বেইজিংয়ের কব্জায় হংকং অর্থ পাচার ও নিষেধাজ্ঞা ফাঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে যুক্তরাষ্ট্রকে এই অর্থনৈতিক কেন্দ্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে মার্কিন আইনপ্রণেতারা।
গত সোমবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছে লেখা এক চিঠিতে চীন বিষয়ক হাউস সিলেক্ট কমিটির দ্বিদলীয় নেতারা হংকংয়ের বহুল মূল্যবান আর্থিক খাতের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে আরও বেশি তদন্তের দাবি জানিয়েছে।
এতে বলা হয়, রাশিয়ায় নিয়ন্ত্রিত পশ্চিমা প্রযুক্তি রপ্তানি, ইরানের তেল কেনার জন্য ফ্রন্ট কোম্পানি তৈরি এবং উত্তর কোরিয়ার সঙ্গে অবৈধ বাণিজ্যে জড়িত হয়ে অবৈধ কর্মকাণ্ডে হংকং 'বৈশ্বিক নেতা' হয়ে উঠেছে।
আইনপ্রণেতারা বলেন, ২০২০ সালে বেইজিং শহরটিতে একটি জাতীয় সুরক্ষা আইন আরোপ করার পর থেকে "হংকং একটি বিশ্বস্ত বৈশ্বিক আর্থিক কেন্দ্র থেকে গণপ্রজাতন্ত্রী চীন, ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার গভীরতর কর্তৃত্ববাদী অক্ষের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে।
হংকং সরকার বলছে, তারা চিঠিতে আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে হংকংয়ের খ্যাতির বিদ্বেষপূর্ণ অপবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
একজন মুখপাত্র বলেন, হংকং সরকার জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল দ্বারা আরোপিত নিষেধাজ্ঞাগুলি প্রয়োগ করছে, তবে "অন্যান্য দেশের দ্বারা আরোপিত একতরফা নিষেধাজ্ঞাগুলি কার্যকর করে না যা আন্তর্জাতিক আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।
তানজিলা