ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

রণক্ষেত্র ইসলামাবাদ নিহত ৬

জনস্রোত থামাতে পারেনি পাক সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৬ নভেম্বর ২০২৪

জনস্রোত থামাতে পারেনি পাক সরকার

পিটিআই সমর্থকদের রুখতে মঙ্গলবার সড়কে পুলিশের অবস্থান

ইসলামাবাদমুখী জনস্রোত থামাতে পারল না পাকিস্তান সরকার। শাহবাজ শরীফ প্রশাসনের ভয়-ভীতি, গ্রেপ্তার ও দমন-পীড়ন সব উপেক্ষা করে মঙ্গলবার ইসলামাবাদে প্রবেশ করে হাজার হাজার ইমরান সমর্থক। পথিমধ্যে বুলেট কিংবা কাঁদানে গ্যাসের শেল ছুড়েও তাদের পদযাত্রা ব্যাহত করতে পারেনি সরকার। নিজেদের দাবি জানান দিতে ইসলামাবাদের ডি-চক এলাকায় জড়ো হয় ইমরান খানের দল পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী। ফলে ইতোমধ্যে উত্তাল রাজধানী শহরের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে পিটিআইয়ের নেতাকর্মীদের বহর ইসলামাবাদের জিরো পয়েন্ট ব্রিজে পৌঁছে। পিটিআই সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামাবাদে প্রবেশ করে। উদ্ভূত পরিস্থিতিতে সেনা মোতায়েন করতে বাধ্য হয় সরকার।

ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। ইসলামাবাদের ‘ডি চক’ নামে পরিচিত রেড জোনে পার্লামেন্ট ভবন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, দূতাবাস এবং বিদেশী প্রতিষ্ঠানগুলোর কার্যালয় রয়েছে। বহরটি অগ্রসর হওয়ার সময় গাজী-বারোথা সেতুতে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে পড়েছিল, সেখানে তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এবং বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুবের নেতৃত্বে এই বহর ইসলামাবাদে গেছে। পুলিশি কড়াকড়ির পরও ওমর আইয়ুবের গাড়িবহর হাজারা ইন্টারচেঞ্জে পাঞ্জাব পুলিশ বাহিনীকে পিছু হটাতে সক্ষম হয়।

হাজারা বিভাগের বহরে নেতৃত্বদানকারী আলি আমিন গান্দাপুর পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়িবহরকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলিশি বাধা কাটিয়ে যাত্রা অব্যাহত রাখা বহরের দৈর্ঘ্য দুই কিলোমিটার ছাড়িয়ে যায়। হাজারা মোটরওয়েতে সংঘর্ষ ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে, একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এসব সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আর ইসলামাবাদে সংঘর্ষের মধ্যে মুবাশ্বির নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন, আহত হয়েছে ৭০ জনেরও বেশি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সোমবার ইমরান খানের সঙ্গে ৯০ মিনিটের সাক্ষাতে মিলিত হন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান, খাইবার পাখতুনখাওয়ারের তথ্য উপদেষ্টা ব্যারিস্টার সাঈফ এবং পিটিআই নেতা আলী মোহাম্মদ খান। Ñবিবিসি ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন

×