ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণায় চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বের প্রথমদিনই মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের এমন ঘোষণার পর পরই হুঁশিয়ারি দিয়েছে চীনও। সোমবার যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধে কোনো জয় আসবে না।
সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ‘চীন মনে করে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা পারস্পরের জন্য উপকারী। বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না।
ট্রাম্প তার ঘোষণায় চীন কর্তৃপক্ষকে অবৈধ ওষুধ, বিশেষত ফেন্টানাইল যুক্তরাষ্ট্রে আসা বন্ধে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে আসা বন্ধ না হওয়া পর্যন্ত এই শুল্ক অব্যাহত থাকবে। ট্রাম্প জানান, তিনি চীনা পণ্যের ওপর ‘যেকোনো অতিরিক্ত শুল্কের উপরে’ ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
লিউ ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে মাদক ব্যবসা বন্ধে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি চুক্তির দিকে ইঙ্গিত করে বলেন, ‘চীন অবৈধ ওষুধ পাচার বন্ধে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র-সম্পর্কিত মাদকবিরোধী আইন প্রয়োগে যে অগ্রগতি হয়েছে, তা মার্কিন পক্ষকে জানানো হয়েছে।’
এদিকে ট্রাম্পের ঘোষণার পরপরই চীনা ইউয়ানের মূল্য প্রতি ডলারে ৭ দশমিক ২৭ টাকায় নেমে এসেছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন।
মূলত যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে এই পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে সই করবেন বলেও জানান তিনি।
তাসমিম