ইসকন নেতা প্রভু কৃষ্ণদাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা।
শুভেন্দু বলেন, কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি না দিলে কড়া মূল্য চোকাতে হবে বাংলাদেশকে।
মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে মিছিল করে বিজেপি বিধায়করা, চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে স্লোগান দেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শুভেন্দু বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। ইউনুস সরকারকে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতেই হবে। সন্ন্যাসীর মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় বেহালায় মশাল মিছিল হবে।
আগামীকাল আমরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ চেয়েছি। কাল বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারেট ঘেরাও করবে বিজেপি বিধায়করা। রবিবারের মধ্যে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি না দিলে সোমবার পেট্রাপোল সীমান্ত অবরোধ করবেন বনগাঁর বিজেপি বিধায়ক।
উল্লেখ্য সোমবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ।পরে মঙ্গলবার তাঁকে চট্টোগ্রাম আদালতে পেশ করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
ফুয়াদ