ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

ইসকন নেতা কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারকে অবৈধ বলছে বিজেপি

প্রকাশিত: ১৬:৪০, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫২, ২৬ নভেম্বর ২০২৪

ইসকন নেতা কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারকে অবৈধ বলছে বিজেপি

ইসকন নেতা কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারকে অবৈধ বলে উল্লেখ করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্তবাবু।বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারিকে অবৈধ বলে উল্লেখ করে এব্যাপারে বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ চাইলেন তিনি।

 

 

ফেসবুক পোস্টে সুকান্ত বলেন, আজ দিল্লির দফতরে ইসকনের বার্তা বিভাগের আধিকারিক যুধিষ্ঠির গোবিন্দ দাসের সঙ্গে সাক্ষাৎ হল। তাঁর সঙ্গে বাংলাদেশে হিন্দুদের দুরবস্থা ও চিন্ময় প্রভুর অবৈধ গ্রেফতারি নিয়ে আলোচনা হয়েছে। সুবিচার ও ধর্মাচরণের স্বাধীনতার জন্য গোটা বিশ্বের অবিলম্বে একজোট হওয়া উচিত।

বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে যখন হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে চরমপন্থীদের লাগাতার হামলা চলছে, সেখানে সংখ্যালঘুদের বাড়ি, দোকান লুঠপাট ও অগ্নিসংযোগের একাধিক নথিভুক্ত অভিযোগ রয়েছে, সঙ্গে মন্দির ও ভক্তদের ওপর হামলা ও সম্মানহানির অভিযোগও উঠেছে।

যদিও সেই ঘটনাগুলিতে অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে বৈধ দাবি নিয়ে শান্তিপূর্ণ জমায়েতের দাবি জানানো ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। যে সংখ্যালঘুরা শান্তিপূর্ণভাবে শ্রী দাসের গ্রেফতারির প্রতিবাদ করছেন তাদের ওপরে হামলা নিয়েও আমরা চিন্তিত।

বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার আবেদন জানাই। তাদের ধর্মাচরণের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে জমায়েতের অধিকার সুরক্ষিত করতে হবে।

ফুয়াদ

×