হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে চায় ইসরায়েল। সংগৃহীত ছবি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাতে ইসরায়েলের উচ্চপর্যায়ের বৈঠকের পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে সম্মতি জানান।
ইসরায়েল সরকারের পক্ষ থেকে সোমবার বলা হয়, তারা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে, চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।
এদিকে, লেবাননের দুই শীর্ষ কর্মকর্তা যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং আশা করছেন যে, খুব শিগগিরই একটি চুক্তি সই হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল ও লেবানন ইতোমধ্যেই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন যুদ্ধবিরতি নিয়ে বলেন, “আমরা এখনও চুক্তি চূড়ান্ত করিনি, তবে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে যে, কয়েক দিনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।” একই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মন্তব্য করতে অস্বীকার করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে, এবং হিজবুল্লাহকে মোকাবেলা করতে লেবাননে ব্যাপকভাবে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
নুসরাত