ডোনাল্ড ট্রাম্প।
আগামী ২০ জানুয়ারি, দায়িত্বগ্রহণের প্রথম দিনেই মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৫ নভেম্বর) তিনি তাঁর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর ঘোষণায় বলা হয়েছে, এই শুল্ক আরোপ অবৈধ অভিবাসন ও মাদক পাচারের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
ট্রাম্প লিখেছেন, "মেক্সিকো ও কানাডা—দুই দেশেরই অবৈধ অভিবাসী সমস্যা দীর্ঘদিনের এবং এর সমাধান করার জন্য আমাদের কাছে পূর্ণ অধিকার রয়েছে। আমরা তাদের থেকে এই সমাধান দেখতে চাই, এবং যতক্ষণ পর্যন্ত তারা তা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের উপর বড় ধরনের শুল্ক চাপানো হবে।"
এছাড়া, একটি পরবর্তী পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল চোরাচালান বন্ধ না হওয়া পর্যন্ত চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি জানান, চীনা পণ্যের উপর এই শুল্কও বজায় থাকবে।
এদিকে, চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, "চীন কখনোই যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার করছে না, মার্কিন প্রশাসনের এই ধারণা মিথ্যা।" তিনি আরও যোগ করেন, "চীন-মার্কিন অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক উপকারে হয়। বাণিজ্যযুদ্ধ বা শুল্কযুদ্ধে কেউ জয়ী হবে না।"
এটি উল্লেখযোগ্য যে, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, চীনা পণ্যের উপর ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন।
এর আগে, বাইডেন প্রশাসন চীনের প্রতি আহ্বান জানিয়েছিল যাতে তারা ফেন্টানিল উৎপাদন বন্ধ করার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেয়। ওয়াশিংটন জানিয়েছে, গত বছরে অন্তত ৭৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যুর পেছনে ফেন্টানিল অন্যতম কারণ ছিল।
নুসরাত