ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ফিলিপাইন প্রেসিডেন্টের হুমকির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার

প্রকাশিত: ১৬:৩১, ২৫ নভেম্বর ২০২৪

ফিলিপাইন প্রেসিডেন্টের হুমকির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তার বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের 'উদ্বেগজনক' হুমকির বিরুদ্ধে লড়াই করবেন বলে জানান।

 

আজ সোমবার জনগণের উদ্দেশে কড়া ভাষার এক ভিডিও বার্তায় মার্কোস বলেন, ' ধরনের অপরাধমূলক পরিকল্পনা উপেক্ষা করা উচিত নয়। তবে তিনি ২০২২ সালে তার প্রেসিডেন্ট নির্বাচনের মিত্র ভাইস প্রেসিডেন্ট দুতার্তের নাম উল্লেখ করেননি।

গত শনিবার সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্ত বলেন, তাকে হত্যা ক্রয়া হলে, তিনি পার্লামেন্টের স্পিকার এবং মার্কোসকে সপরিবারে হত্যা করার জন্য একজন ঘাতককে নির্দেশ দিয়েছেন।

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় তিনি কথা বলেন। সারা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো হুমকির কথা উল্লেখ করেননি।

মার্কোস বলেন, 'আগের দিনগুলোতে আমরা যে বিবৃতি শুনেছি তা উদ্বেগজনক। আমাদের কয়েকজনকে মেরে ফেলার জন্য বেপরোয়া অশ্লীল গালিগালাজ হুমকি দেওয়া হচ্ছে।

তানজিলা

×