রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কট্টর ডানপন্থী প্রার্থী চমকপ্রদ জয় লাভ করেছে। প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা থেকে তার প্রধান ইউরোপপন্থী প্রতিদ্বন্দ্বী এই লড়াই থেকে ছিটকে পড়েছেন।
৯৯ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে উগ্র জাতীয়তাবাদী প্রার্থী ক্যালিন জর্জেস্কু মধ্য-ডানপন্থী প্রার্থী এলেনা লাসকোনির চেয়ে প্রায় সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং প্রাক-নির্বাচনী পছন্দের প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু তৃতীয় স্থানে রয়েছেন।
নিজের কোনো দল না থাকা জর্জেস্কুর জোরালো প্রদর্শনী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মূলত প্রচারণা চালানো নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে।
লাসকোনি এখন ৮ ডিসেম্বর চূড়ান্ত দিনে জর্জেস্কুকে চ্যালেঞ্জ জানাবেন। সর্বশেষ গণনা অনুযায়ী, লাসকোনি সিওলাকুর এক হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।
এর মাধ্যমে রোমানিয়ার পশ্চিমাপন্থী ধারা বজায় রাখা সিওলাকু প্রতিযোগীতার বাইরে থাকবে।
রাজনৈতিক ভাষ্যকার রাদু ম্যাগদিন বলেন, জর্জেস্কুর পক্ষে সমর্থন নজিরবিহীন। আমাদের ৩৪ বছরের গণতন্ত্রে জরিপে এত বেশি উত্থান আগে কখনো দেখিনি।
জর্জেস্কু ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতি বিশেষ করে ইউক্রেনের প্রতি সমর্থনের অবসান ঘটানোর শপথ নিয়েছেন।
আজ সোমবার ভোরে আরেক জাতীয়তাবাদী জর্জ সিমিয়ন জর্জেস্কুকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
তানজিলা