ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ’খুবই কাছাকাছি’

প্রকাশিত: ১৫:৫২, ২৫ নভেম্বর ২০২৪

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ’খুবই কাছাকাছি’

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি "খুব কাছাকাছি" রয়েছে বলে, একটি আঞ্চলিক সূত্র গত রবিবার সিএনএনকে নিশ্চিত করে।

তবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা একটি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা বৃদ্ধির পর থেকে ইসরায়েলি হামলায় তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

আঞ্চলিক সূত্র জানায়, চুক্তি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তারা সতর্কতা জারি করে দিয়ে জানায়, মধ্যস্থতাকারীদের এখনো কোনো সংকেত দেওয়া হয়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র বলেন, "আমাদের এখনও কিছু সমস্যা সমাধান করতে হবে।

সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহ যুদ্ধে ৬০ দিনের বিরতির জন্য মার্কিন-ইসরায়েলের প্রস্তাব বিবেচনা করছে যা কিছু আশা স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করতে পারে।

গাজায় হামাস ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর কয়েক মাস ধরে সীমান্তে হামলা চালানোর পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল।

এরপর থেকে ইসরায়েল স্থল আক্রমণ শুরু করে। বিস্ফোরণকারী পেজারের হামলায় হাজার হাজার লোক আহত হয়।

তানজিলা

×