ইউক্রেনে চলমান যুদ্ধের অগ্রগতি নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ায় ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নিযুক্ত জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে রাশিয়া।
রাশিয়ার সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানায়।
এসময় রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের এ অগ্রগতির হার ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ।
রাশিয়ার সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে বলে, সাউদার্ন গ্রুপিংয়ের কমান্ডার কর্নেল জেনারেল গেন্নাদি আনাশকিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা দীর্ঘদিন ধরে সেভারস্ক এলাকায় রাশিয়ার অভিযান পরিচালনাকারী নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে বলছিলেন, সামরিক সহায়তার দিক থেকে দুর্বল অবস্থায় থাকা সেনা দলগুলোকে প্রাণঘাতী লড়াইয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশপন্থী ব্লগার রিবার লিখেছেন, সেবারস্ক অঞ্চলের ব্যবস্থাপনা নিয়ে আনাশকিন মিথ্যা প্রতিবেদন দেওয়ায় তাকে অপসারণ করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের নিযুক্ত যুদ্ধবিষয়ক এক প্রতিনিধিও এ তথ্য জানান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
তানজিলা