ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

লিথুয়ানিয়ার রাজধানীতে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ১

প্রকাশিত: ১৪:০৪, ২৫ নভেম্বর ২০২৪

লিথুয়ানিয়ার রাজধানীতে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ১

লিথুয়ানিয়ায় একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দেশটির ভিলনিয়াস বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি বাড়িতে ডিএইচএলের ওই কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন জানায়, সোমবার ভোরে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে। অবতরণকালে বিমানটি একটি বাড়িতে আঘাত হানলে এটি আগুনে বিধ্বস্ত হয়  এবং এতে একজন ক্রু সদস্য নিহত হন।

তবে পাইলটসহ ফ্লাইটে থাকা আরও তিনজন এই দুর্ঘটনায় বেঁচে গেছেন এবং এর পাশাপাশি বাড়ির ১২ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করা এই কার্গো বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে কয়েক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান রেনাটাস পোজেলা বলেন, একটি আবাসিক বাড়িতে আঘাত করার আগে বিমানটি কয়েকশ মিটার মাটিতে পিছলে গিয়েছিল।

স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর দক্ষিণে জিরনিউ স্ট্রিটের কাছে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দরের একজন মুখপাত্র।

মুখপাত্র বলেছেন, ভিলনিয়াস বিমানবন্দরের কাছে চলমান উদ্ধারকাজের কারণে বেশ কয়েকটি বিমানের প্রস্থান বিলম্বিত হয়েছে। তবে সমস্ত নির্ধারিত ফ্লাইটই এখনও টেক অফ করছে।

তানজিলা

×