লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে ১৭ জন। আহত হয়েছে আরও অনেকে। দেশটির প্রত্যন্ত এলাকার পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটেছে।
আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ব্রাজিলের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, গত রবিবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস প্রদেশের পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হয়েছে। বাসের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ চলছে।
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাসটি ২০ মিটার (৬৫ ফুট) গভীর খাদে পড়ে গিয়েছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য রাষ্ট্রীয়ভাবে সকল সাহায্য প্রদান করবে।”
আলাগোয়াস প্রদেশের গভর্নর পাওলো দান্তাস এই দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।
এএফপি জানায়, বাসটি ৪০ জন লোককে পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও ডস পালমারেস শহরের কাছে নিয়ে যাচ্ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে পথিমধ্যে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে।
তানজিলা