ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতের ত্রিপুরায় গ্রেফতার ১৬ বাংলাদেশি

প্রকাশিত: ০৪:৫৯, ২৫ নভেম্বর ২০২৪

ভারতের ত্রিপুরায় গ্রেফতার ১৬ বাংলাদেশি

ছবি: সংগৃহীত।

ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অন্তত ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। রোববার ত্রিপুরা পুলিশ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রেফতারিগুলো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনালের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যৌথভাবে অভিযান চালিয়ে এসব বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে।

অভিযানের পরিপ্রেক্ষিতে জানা গেছে, এসব বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং ত্রিপুরার রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের নিয়মিত তল্লাশির সময় বিএসএফ ও আরপিএফের একটি দল এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।

তদন্তে তারা স্বীকার করেছে যে, আন্তঃসীমান্ত দালাল চক্রের সাহায্যে ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তারা জানান, ভারতের রাজধানী দিল্লিতে কাজের সন্ধানে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

অন্যদিকে, ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুরা রেলওয়ে স্টেশন থেকে আরেকটি অভিযানে এক কিশোরীসহ ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত সব বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে।

নুসরাত

×