ছবি: সংগৃহীত।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধে ইসরায়েলের সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। রবিবার, লেবাননের তায়ার এলাকার আল-বায়াদা অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি ট্যাংকের উপর বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে। এর ফলে, ইসরায়েলি সেনারা একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়।
আলজাজিরার সাংবাদিক আলী হাশেম, যিনি তায়ার থেকে সংবাদ সংগ্রহ করছেন, জানিয়েছেন যে, সেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তিনি আরও বলেন, “তায়ার অঞ্চলের আল-বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাংক বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করে হিজবুল্লাহ। এটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি বাহিনী এই পাহাড়ের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যাতে তারা তায়ার এবং নাকুরা উপকূলীয় এলাকার সংযোগ বন্ধ করতে পারে, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদফতর অবস্থিত।”
আলী হাশেম আরও জানান, গত কয়েকদিন ধরেই ওই পাহাড়ে তীব্র লড়াই চলছিল। তবে আজ ট্যাংক বিধ্বংসী মিসাইল নিক্ষেপের পর ইসরায়েলি বাহিনী আর অবস্থান ধরে রাখতে পারেনি এবং সেখান থেকে পিছু হটে যায়। যদিও স্থল অভিযানে ইসরায়েল ব্যর্থ হয়েছে, তবুও তারা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আজও তায়ার অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, এবং একই সঙ্গে রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রয়েছে।
নুসরাত