ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

রাখাইনে বাঁচা-মরার লড়াই,  আরও ৫ গ্রাম আরাকান আর্মির দখলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৪

রাখাইনে বাঁচা-মরার লড়াই,  আরও ৫ গ্রাম আরাকান আর্মির দখলে

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদার্সহুড অ্যালায়েন্স

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদার্সহুড অ্যালায়েন্স। এরইমধ্যে দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে রাখাইন রাজ্যে। 

রবিবার রাজ্যের আয়াওয়াদ্দী জেলার আরও পাঁচটি গ্রাম দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারার প্রতিবেদন অনুযায়ী, গ্রামগুলোতে কয়েক মাস থেকেই সামরিক বাহিনীর সাথে লড়াই করছে তারা। মুখোমুখী আক্রমণে সুবিধা করতে না পেরে বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা চালাচ্ছে সেনাবাহিনী। তাদের পাল্টা আক্রমণে গ্রামগুলোতে প্রাণ হারিয়েছে চার বেসামরিক নাগরিক।

শহিদ

×