ভেনেজুয়েলার কারাকাসে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যরা।
জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দমন-পীড়ন থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে যাওয়া বিরোধীদলীয় ছয়জন সদস্য বর্তমানে দূতাবাসে আশ্রয় নিয়েছেন।
বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর আন্তর্জাতিক সমন্বয়কারী পেদ্রো উরুচুতু মার্চ থেকে দূতাবাসে রয়েছেন।
গত শনিবার পেদ্রো লিখেছেন, জাতীয় পুলিশের সশস্ত্র সদস্যরা দূতাবাসের চারপাশের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। ড্রোনগুলো দূতাবাসের উপরে উড়ছিল এবং ফোনের সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছিল।
দূতাবাসে বসবাসরত আরেকজন বিরোধী দলীয় সদস্য ওমর গনজালেজ এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার পুলিশ কূটনৈতিক ভবনের বাইরে দাঁড়িয়ে আছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জুলাইয়ের নির্বাচনে বিজয় দাবি করলেও ফলাফল নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সংশয় দেখা দিয়েছে।
বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ, যাকে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনে বিজয়ী হিসাবে স্বীকৃতি দিয়েছিল, একটি পোস্টে বলেছেন যে দূতাবাসটি অনেক লোকজন দ্বারা ঘেরাও করা হয়েছে।
গনজালেজ বলেন, 'কারাকাসে আর্জেন্টিনার দূতাবাসে শরণার্থীদের কী হতে পারে সে সম্পর্কে আমি বিশ্বকে সতর্ক করছি।
তানজিলা