কানাডার আলবার্টায় কর্মচারীর ভুলে একটি বাচ্চা গরিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ক্যালগারি চিড়িয়াখানার কর্মকর্তারা।
গত বুধবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে হাইড্রোলিক দরজার আঘাতে দুই বছর বয়সী ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা আইয়ার মারা যায়। ওই কর্মী একক প্রশিক্ষণ সেশনের জন্য গরিলা ট্রুপের অন্যান্য সদস্যদের থেকে আইয়ারকে আলাদা করার চেষ্টা করছিলেন। মাথায় আঘাত পেয়ে গরিলাটির মৃত্যু হয়েছে।
চিড়িয়াখানার প্রাণী পরিচর্যা বিভাগের পরিচালক কলিন বেয়ার্ড বলেন, ' ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে আমরা যথাসাধ্য চেষ্টা করব।
জড়িত কর্মীকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেয়ার্ড।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিশেষায়িত কর্মীদের প্রশিক্ষণ এবং প্রাণী আচরণগত প্রশিক্ষণসহ প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।
অলাভজনক চিড়িয়াখানার নির্বাহী পরিচালক ক্যামিল লাবচুক বলেন, "অন্যান্য চিড়িয়াখানার তুলনায় ক্যালগারি চিড়িয়াখানায় প্রাণী মৃত্যুর হার বেশি বলে মনে হচ্ছে এবং আইয়ারের মৃত্যুর আলোকে চিড়িয়াখানার কার্যক্রম এবং অনুশীলনের একটি পদ্ধতিগত পর্যালোচনা হওয়া উচিত, যা সরকার বা অন্য কোনও বাইরের পক্ষ দ্বারা স্বচ্ছভাবে পরিচালিত হয়।
ক্যালগারি চিড়িয়াখানা অন্যান্য চিড়িয়াখানার তুলনায় তাদের প্রাণীর মৃত্যুর হার বেশি বলে দাবি প্রত্যাখ্যান করেছে।
ক্যালগারি চিড়িয়াখানার মুখপাত্র বলেন, "আমরা ১০০ টিরও বেশি প্রজাতির প্রতিনিধিত্বকারী চার হাজারেরও যত্ন করে রাখি।"
ক্যালগারি চিড়িয়াখানা আরও ছয়টি পশ্চিমা নিম্নভূমি গরিলাসহ চার হাজারেরও বেশি প্রাণীর যত্ন নেয়।
তানজিলা