ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

ফ্রান্সে যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১৭:২৫, ২৪ নভেম্বর ২০২৪

ফ্রান্সে যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

রাজধানী প্যারিসে নারী-পুরুষের বিশাল র‍্যালি বেগুনি রঙের প্ল্যাকার্ড নিয়ে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার নিন্দা জানায় এবং নারীর প্রজনন অধিকার রক্ষায় বিক্ষোভ মিছিল করে।

 

গত শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের দু'দিন আগে বিক্ষোভ মিছিল হয়।

জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে নারী অধিকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২০২২ সালে একটি সাক্ষাৎকারে জানান, তিনি জাতীয়ভাবে গর্ভপাত নিষিদ্ধ করতে চান।

ফরাসি সংবাদপত্র লে মঁদ জানায়, প্যারিসে প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং ৪০০ টি বিভিন্ন সংগঠন বিক্ষোভে অংশ নেয়।

ফ্রান্স মার্চ মাসে সংবিধানে গর্ভপাতের অধিকার অন্তর্ভুক্ত করেছিল। ফ্রান্সে ১৯৭৫ সাল থেকে গর্ভপাত বৈধ হলেও সাংবিধানিক পরিবর্তন প্রাতিষ্ঠানিকভাবে গর্ভপাতের নিশ্চয়তা দেয়।

নারীবাদী সংগঠন নুস টাউটেসের প্রতিনিধি মেলে নোয়ার বলেন, যে কেউ আমাদের যৌন নিপীড়ন করতে পারে। অনেকসময় আপন বাবা, ভাই, সহকর্মী আবার অফিসের বসও এই নিপীড়ন করতে পারে। মানুষের জন্য এটি অনেক বড় ধাক্কা।"

তানজিলা

×