পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা যাতে তার মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে না পারে সেজন্য রাজধানীতে নিরাপত্তা অবরোধ করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি দ্বারা আয়োজিত দেশব্যাপী "চূড়ান্ত আহ্বান" বিক্ষোভের আগে কর্তৃপক্ষ "নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে এমন অঞ্চলগুলিতে" মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে এবং ইসলামাবাদের দিকে যাওয়ার মহাসড়ক বন্ধ করে দিয়েছে।
ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক সরকার শিপিং কন্টেইনার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে এবং মিছিলটি সংসদে পৌঁছানো ঠেকাতে দাঙ্গা গিয়ারে পুলিশ ও বিশাল আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, আইনি বিধান অনুযায়ী যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে রয়েছে ইমরান খানসহ তাদের সব নেতার মুক্তি এবং চলতি বছরের শুরুতে কারচুপির নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পদত্যাগ।
গত শনিবার এক ভিডিও বার্তায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও ইমরান খানের সহযোগী আলী আমিন গান্দাপুর বলেন, 'ইমরান খান আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানিয়েছেন
তানজিলা