ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় বন্দী নারী নিহত

প্রকাশিত: ১৬:১৮, ২৪ নভেম্বর ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় বন্দী নারী নিহত

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় এক নারী বন্দী নিহত হয়েছেন বলে জানায় হামাসের সশস্ত্র শাখা।

 

গত শনিবার রাতে কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেন, উত্তর গাজার যে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছিল, সেখানে তাকে হত্যা করা হয়েছে।

আবু ওবেইদার বিবৃতিতে ওই নারীর পরিচয় বা কীভাবে এবং কখন তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামাস একজন জিম্মিকে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ করার পর তারা এই দাবির বিষয়টি তদন্ত করে দেখছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার সময় হামাস প্রায় ২৫০ জনকে বন্দি করেছিল। নিহতদের মধ্যে ২৩ জন থাইল্যান্ড, একজন নেপালি একজন ফিলিপিনো নাগরিক ছিলেন, যারা বিভিন্ন কারণে ইসরায়েলে অবস্থান করছিলেন।

বন্দিদের মধ্যে ৯৭ জন গাজায় রয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

জিম্মি নিখোঁজ পরিবার ফোরাম নামের একটি ক্যাম্পেইন গ্রুপ জানিয়েছে, শনিবারের দাবির বিষয়ে তাদের কাছে আর কোনো তথ্য নেই।

শনিবার সন্ধ্যায় বন্দিদের মুক্তির দাবিতে আবারও ইসরায়েলে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ।

তানজিলা

×