কিস্তানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার থেকে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি ঠেকাতে পাকিস্তান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে, ওমরাহ ও হজে যাওয়ার আগে পাকিস্তানের নাগরিকদের 'ভিক্ষা করব না' এমন মুচলেকা দিতে হবে। এই শর্ত পালন না করলে ওমরাহ ও হজের জন্য অনুমতি পাওয়া যাবে না।
মঙ্গলবার (১৯ নভেম্বর) পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সৌদি সরকার পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়কে গত সেপ্টেম্বরেই সতর্ক করে দিয়েছিল যাতে হজ বা ওমরাহর ভিসায় কেউ ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ না করে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার ৪,৩০০ ভিক্ষুককে 'এক্সিট কন্ট্রোল' লিস্টে অন্তর্ভুক্ত করেছে এবং এ ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করছে।
ফুয়াদ