ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

কট্টর মুসলিমবিদ্বেষী আইনপ্রণেতাকে সমর্থন ট্রাম্পের

প্রকাশিত: ১৬:০৮, ২৪ নভেম্বর ২০২৪

কট্টর মুসলিমবিদ্বেষী আইনপ্রণেতাকে সমর্থন ট্রাম্পের

ইসরায়েলি সেনার হাতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার আনন্দ উদযাপনকারী ফ্লোরিডার আইনপ্রণেতাকে কংগ্রেসে প্রার্থী হতে উৎসাহিত করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, স্টেট সিনেটর র‍্যান্ডি ফিন যদি ফ্লোরিডায় কংগ্রেসের একটি আসন চান, তবে তিনি পূর্ণ সমর্থন পাবেন।

মুসলিমবিরোধী ফিন বছরের শুরুর দিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত মার্কিন কর্মী আইসেনুর এজগি আইগির প্রশংসা করতে গিয়ে ক্ষোভের জন্ম দেন।

 

ফিন সোশ্যাল মিডিয়া পোস্টে, গুলি করে মেরে মুসলিম টেরোর কমানোর কথা বলেছিলেন।

ইগি যখন শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিচ্ছিলেন তখন তাকে গুলি করা হয়। ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসন উভয়ই তার হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে উড়িয়ে দিয়েছে।

ফ্লোরিডার ফিলিস্তিনি-আমেরিকান অ্যাক্টিভিস্ট রাশা মুবারক বলেন, 'ফিন ফ্যাসিবাদ ছাড়া আর কারও বন্ধু নয়।

ফিন প্রায়ই বক্তব্যে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল যে সমস্যা রয়েছে সেটি হলো  "মুসলিম সমস্যা"

দুই বছর আগে ফাইন ফিলিস্তিনিদের অধিকারের সমর্থনকারী ইহুদিদের 'জুডেনরাট' অর্থাৎ নাৎসি সহযোগী হিসেবে উল্লেখ করেছিলেন ফিন।

বছরের পর বছর ধরে, সিএআইআর ফ্লোরিডার আইনপ্রণেতাদের ফাইনের নিন্দা শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে, যার মধ্যে আইগির হত্যাকাণ্ড সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্য রয়েছে।

তানজিলা

×