ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

ইসরায়েলি সৈন্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ নভেম্বর ২০২৪

ইসরায়েলি সৈন্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যা

ইসরায়েলি সৈন্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যা এছাড়া হাজার হাজার সেনা মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে এক প্রতিবেদন।

শেষ কয়েক মাসে কমপক্ষে ছয়জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছেন, শুক্রবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ এই তথ্য জানিয়েছে, গাজার এবং দক্ষিণ লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া মানসিক চাপকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে, আনাদোলু এজেন্সি প্রতিবেদন করেছে।

এটি বলছে যে, আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ইসরায়েলি সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে আত্মহত্যার সংখ্যা প্রকাশ করেনি, যদিও তারা বছরের শেষে এটি প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিবেদনটি ইসরায়েলি সেনাবাহিনীতে একটি বিস্তৃত মানসিক স্বাস্থ্য সঙ্কটের কথা তুলে ধরেছে। হাজার হাজার সৈন্য সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা মাঠ মনোবিজ্ঞানী থেকে সাহায্য চেয়েছেন, এবং তাদের প্রায় এক তৃতীয়াংশ PTSD (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার) এর উপসর্গে ভুগছে।

এটি বলছে, যুদ্ধ থেকে শারীরিকভাবে আহত সৈন্যদের চেয়েও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সৈন্যের সংখ্যা বেশি হতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসা-লঅর মার্চে হারেৎজকে বলেছিলেন যে প্রায় ১,৭০০ সৈন্য মানসিক চিকিৎসা নিয়েছেন।

এরপর বিভিন্ন প্রতিবেদন এসেছে যা বলছে যে হাজার হাজার সৈন্য গাজা এবং দক্ষিণ লেবাননে দীর্ঘ সময়ের মোতাবেক কর্তব্য পালনের কারণে মানসিক সমস্যায় ভুগছেন। এটি গাজার ওপর ইসরায়েলের সহিংস আক্রমণের পরিপ্রেক্ষিতে আরও বেড়েছে, যা গত বছর হামাসের আক্রমণের পর থেকে ৪৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু।

সম্প্রতি ইসরায়েল গাজায় চালানো গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে একটি মামলা সম্মুখীন হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া, লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে সহিংসতা আরও বাড়িয়েছে, গাজার যুদ্ধের শুরু থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে সীমান্তে যুদ্ধ চলছে।

সূত্র: বিবিসি

নাহিদা

×