ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন

প্রকাশিত: ২১:০৩, ২৩ নভেম্বর ২০২৪

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন

ট্রাম্প ও পুতিন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্ত আছে পুতিনের। 
এর মধ্যে আছে, রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখ-গুলো নিয়ে বড় কোনো ছাড় না দেওয়া এবং কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগের বিষয়। তবে ওই কর্মকর্তারা জানান, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে, তাতে ইউক্রেনে চলমান সম্মুখসারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়েও আলোচনার সুযোগ রাখা হবে। এই চার অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া।

এ ছাড়া খারকিভ ও মিকোলাইভের যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারেও রাজি হতে পারে ক্রেমলিন। এদিকে রাশিয়ার হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এ মন্তব্য করেছেন। টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না। এটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে। অন্যদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নভোদমিত্রিভকা বসতি দখল করেছে রুশ বাহিনী।

রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রায় নভোদমিত্রিভকা দখলকে সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ। তবে ইউক্রেনের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ শহর কুরাখোভের উত্তরে অবস্থিত এই গ্রামটি দখলের বিষয়ে কিছু নিশ্চিত করে জানায়নি। রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

×