ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

এবার মুসলিমবিরোধী ভিডিও বানিয়ে ব্যাপক তোপের মুখে মোদীর বিজেপি

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ নভেম্বর ২০২৪

এবার মুসলিমবিরোধী ভিডিও বানিয়ে ব্যাপক তোপের মুখে মোদীর বিজেপি

ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর রাজনৈতিক দল।এবার ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য মুসলিম বিরোধী ভিডিও ভিডিও বানিয়ে ব্যাপক তোপের মুখে মোদীর বিজেপি।

 

বিজেপির বানানো ওই ভিডিওতে দেখা যায়, মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দলটি। ভিডিওটিতে ‘ইসলামভীতি’ প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয়।  ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে। এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে, মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে, নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে। কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে।

ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে।বিরোধী দলের সমর্থকের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি।

বিজেপির প্রচারণায় ইসলামভীতির ব্যবহার নতুন বিষয় নয়,এটি প্রায় ধারাবাহিক একটি বিষয়। এর আগে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয়। সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে, কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে।

ফুয়াদ

×