ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

মোদিসহ শীর্ষ ভারতীয় নেতাদের হত্যায় সংশ্লিষ্ট থাকার দাবি মিথ্যা বলে জানালো কানাডা সরকার

প্রকাশিত: ১৫:৫৮, ২২ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৫৯, ২২ নভেম্বর ২০২৪

মোদিসহ শীর্ষ ভারতীয় নেতাদের হত্যায় সংশ্লিষ্ট থাকার দাবি মিথ্যা বলে জানালো কানাডা সরকার

কানাডার একটি সংবাদ প্রতিবেদন দাবি করেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস. জাইশঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হারদীপ সিং নিজ্জরের হত্যার একটি ষড়যন্ত্র সম্পর্কে অবহিত ছিলেন। তবে জাস্টিন ট্রুডো সরকার এই খবরে বলা তথ্য অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা এমন কোন মন্তব্য করেনি যা শীর্ষ ভারতীয় নেতৃত্বকে এই ঘটনায় যুক্ত করে।

দ্য গ্লোব অ্যান্ড মেইল পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বাস করে যে, প্রধানমন্ত্রী মোদী নিজ্জরের হত্যাকাণ্ড সম্পর্কে জানতেন, তবে এর কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত তা কেবল গুজব। ভারত এই ধরনের “মূর্খ মন্তব্য” প্রত্যাখ্যান করে বলেছে, এগুলো অবহেলা করার মতো। 

এছাড়া, পত্রিকাটি বলেছে যে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। ওই অজ্ঞাত কর্মকর্তা আরও জানান, দোভাল এবং জাইশঙ্করও এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন।

১৪ অক্টোবর, জনগণের নিরাপত্তা গুরুতর ঝুঁকির সম্মুখীন হওয়ায়, রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কানাডায় ভারত সরকারের এজেন্টদের দ্বারা সংঘটিত গুরুতর অপরাধের বিষয়ে জনগণের সামনে অভিযোগ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কানাডা সরকার কখনও বলেনি, এবং তারা এমন কোনো প্রমাণ জানে না যা প্রমাণ করে প্রধানমন্ত্রী মোদী, মন্ত্রী জাইশঙ্কর বা দোভাল কানাডায় গুরুতর অপরাধের সাথে জড়িত,” কানাডার প্রিভি কাউন্সিলের একটি বিবৃতিতে বলা হয়েছে, যা প্রধানমন্ত্রী ট্রুডোর জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা নাথালি জি দ্রুইনের স্বাক্ষরিত।

প্রতিবেদনটির প্রতিক্রিয়া জানিয়ে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জৈশওয়াল বৃহস্পতিবার বলেন, “আমরা সাধারণত সংবাদ প্রতিবেদনের উপর মন্তব্য করি না। তবে, কানাডার সরকারের এক অজ্ঞাত সূত্র থেকে সংবাদপত্রে প্রকাশিত এই ধরনের মূর্খ মন্তব্যগুলোকে অবহেলা করা উচিত।”

গত মাসে, কানাডা অভিযোগ করেছিল যে অমিত শাহ "সিঁক বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সহিংসতা, ভীতি এবং গোয়েন্দা কার্যক্রমের একটি প্রচারণা চালাচ্ছিলেন" কানাডায়। এই অভিযোগগুলো সংসদীয় কমিটিতে ডেভিড মোরিসন উত্থাপন করেছিলেন, যিনি পরে দ্য ওয়াশিংটন পোস্টকে শাহের নাম নিশ্চিত করেছিলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নাহিদা

×