ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা: আইসিসির ওপর খেপেছেন বাইডেন !

প্রকাশিত: ১৫:৩৫, ২২ নভেম্বর ২০২৪

নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা: আইসিসির ওপর খেপেছেন বাইডেন !

সংগৃহীত ছবি।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক কমান্ডারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হেগ ভিত্তিক এই আদালত নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই পদক্ষেপকে ইহুদি বিদ্বেষ হিসেবে অভিহিত করেছে।

আইসিসি হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছিল, যদিও ইসরাইলি বাহিনী জানায়, গত জুলাই মাসে গাজায় এক বিমান হামলায় দেইফ নিহত হন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এই গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন, ‘আইসিসি যা-ই বলুক, ইসরায়েল ও হামাসের মধ্যে তুলনা হতে পারে না। আমরা সবসময় ইসরায়েলের পাশে আছি এবং তার নিরাপত্তার প্রতি হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব।’

তিনি এও বলেন, আইসিসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা পরোয়ানাকে ‘অসঙ্গত’ ও ‘নজিরবিহীন’ মনে করেন।

হোয়াইট হাউজ এ বিষয়ে আরও এক বিবৃতিতে জানায়, তারা আইসিসির এই পদক্ষেপকে ‘মূলগতভাবে প্রত্যাখ্যান’ করেছে এবং গ্রেফতারি পরোয়ানার জন্য আইসিসি প্রসিকিউটরের তাড়াহুড়ো এবং প্রক্রিয়াগত ত্রুটির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র জানায়, আইসিসির এই বিষয়ে কোনো এখতিয়ার নেই।

মার্কিন প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন যে, আইসিসির পক্ষপাতিত্ব ও জাতিসংঘের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানুয়ারিতে শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে। তিনি আরও বলেন, আইসিসির কোন বিশ্বাসযোগ্যতা নেই এবং যুক্তরাষ্ট্র সরকার এই অভিযোগ নাকচ করেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে এই মামলা শুরু হয়, যেখানে হামাসের বন্দুকধারীরা দক্ষিণ ইসরাইলে আক্রমণ করে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায়। এর পরপরই ইসরাইল হামাসকে পরাজিত করতে একটি সামরিক অভিযান শুরু করে, যার ফলে গাজায় অন্তত ৪৪ হাজার মানুষ নিহত হয়েছে, জানাচ্ছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

নুসরাত

×