ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

এবার গিটার ব্যবসায় নামলেন ট্রাম্প

প্রকাশিত: ১৪:৫২, ২২ নভেম্বর ২০২৪

এবার গিটার ব্যবসায় নামলেন ট্রাম্প

সংগৃহীত ছবি।

ডোনাল্ড ট্রাম্প, যিনি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হিসেবে ব্যাপক পরিচিত, এখন আবার নতুন এক ব্যবসায়িক উদ্যোগে নাম লিখিয়েছেন। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর, এবার গিটার ব্যবসায় আত্মপ্রকাশ করেছেন তিনি। এর মাধ্যমে ট্রাম্প তার নতুন ব্যবসায়িক পরিকল্পনা শুরু করেছেন বলে খবর এসেছে।

এছাড়া, ক্রেতাদের জন্য ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ব্র্যান্ডেড অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গিটারও বিক্রি হবে। এই গিটারগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা গিটার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় প্রস্তাব হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে ২২ নভেম্বর জানানো হয়েছে, ‘ট্রাম্প গিটারস’ নামে একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন তিনি, যেখানে বিভিন্ন ফিচারের গিটার বিক্রি করা হবে। ওয়েবসাইটে বলা হয়েছে, বাজারে আপাতত চারটি ভিন্ন ভিন্ন মডেলের গিটার পাওয়া যাবে, যেগুলি হল- ‘আমেরিকান ঈগল সিরিজ’, ‘প্রেসিডেন্সিয়াল সিরিজ’, ‘সিগনেচার এডিশন’ এবং ‘গড ব্লেস দ্য ইউএসএ’।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গিটার ব্যবসা সম্পর্কিত একটি পোস্টও শেয়ার করেছেন বুধবার। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘আমেরিকান ঈগল সিরিজ’-এ পাওয়া যাবে অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গিটার, যার মূল্য হবে ১২০০ ডলার থেকে ১৫০০ ডলার পর্যন্ত। এই গিটারগুলোতে যুক্ত থাকবে আমেরিকান পতাকার ছবি, একটি সোনালী ঈগল এবং গিটারের গলায় থাকবে ‘আমেরিকাকে আবার মহান করুন’ লেখা। কিছু গিটারে ট্রাম্পের স্বাক্ষর থাকবে, এবং এগুলোর দাম হতে পারে ১০ হাজার ডলার।

ট্রাম্পের জন্য পণ্য বিক্রির প্রচারণা নতুন কিছু নয়। এর আগে বাইবেল, ঘড়ি, জুতোসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রচারণা করেছেন তিনি। এসব পণ্যের মাধ্যমে তিনি মার্কিন জাতীয়তাবাদ এবং নিজের রাজনৈতিক স্লোগানগুলো তুলে ধরেছেন, যা তার ব্যবসায়িক চিত্রের অংশ।

এবার গিটার ব্যবসায় নেমে ট্রাম্প তার রাজনৈতিক এবং ব্যবসায়িক চেতনা আরও বিস্তার করতে চাইছেন।

নুসরাত

×