মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স
মার্কিন সিনেটরের বর্ষীয়ান সদস্য বার্নি স্যান্ডার্স গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন জানিয়েছেন।
প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত স্যান্ডার্স বাইডেন প্রশাসনের গাজা সংকটের প্রতি দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচক এবং তিনি ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন ও বর্বর হামলার বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। এক বিবৃতিতে তিনি বলেন, "এরা সবাই বেসামরিক জনগণের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালিয়েছে এবং অকল্পনীয় মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে।"
একটি পোস্টে স্যান্ডার্স আরও বলেছেন, "বিশ্ব যদি আন্তর্জাতিক আইনকে সমর্থন না করে, তাহলে আমরা আরও বর্বরতার দিকে চলে যাবো।" তিনি বলেন, "আমি আইসিসির সঙ্গে একমত।"
এ সপ্তাহে, স্যান্ডার্স এবং অন্যান্য কিছু ডেমোক্র্যাট সিনেটর গাজার চলমান সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের ইসরাইলকে অস্ত্র বিক্রির চুক্তি আটকে দেওয়ার জন্য মার্কিন সিনেটে একটি প্রস্তাব তোলেন, তবে ভোটাভুটিতে প্রস্তাবটি খারিজ হয়ে যায়। এই পরাজয়ের পরেও, স্যান্ডার্সের ফিলিস্তিনি প্রশ্নে অবস্থান আলাদা, কারণ রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সকল সদস্য ইসরাইলকে বিনা শর্তে সমর্থন দিচ্ছেন, যেখানে স্যান্ডার্স প্রতিবাদ এবং লড়াই চালিয়ে যাচ্ছেন।
সূত্র: বিবিসি
নাহিদা