নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বন্ধু। মোদিও দাবি করেন ট্রাম্প তার বন্ধু।
নির্বাচনী প্রচারণার সময় মি. ট্রাম্প বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নাম নিয়েছিলেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন।
নির্বাচনের ফলাফলে যখন অনেকটাই এগিয়ে গেছেন তখনই মি. ট্রাম্পকে একজন বন্ধু হিসেবে ‘জয়ের জন্য অভিনন্দন’ জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী।
এই দুজনের ‘বন্ধুত্ব’দেখার মতো ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে 'হাউডি মোদী' অনুষ্ঠানে।
সেই অনুষ্ঠানে মি. ট্রাম্প এবং মি. মোদী প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের উদ্দেশে ভাষণ দেন।
সেখানেই মি. মোদী স্লোগান দিয়েছিলেন 'আবকি বার ট্রাম্প সরকার' বলে।
আবার ২০২০ সালে মি. মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মি. ট্রাম্প বহুবার নরেন্দ্র মোদীকে বন্ধু বলে অভিহিত করেছেন।
এদিকে, সামরিক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি মনে করেন, ট্রাম্প এ নিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করবেন এবং রাশিয়ার পরিবর্তে চীনের দিকে মনোনিবেশ করবেন। যদি তাই হয় তবে সেটাও ভারতের পক্ষেই যাবে, কারণ ভারত ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প প্রশাসন এ নিয়ে চাপ দেবে না।
এছারা, লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক হর্ষ পন্থ বলেন, কাউকে বন্ধু বলার অর্থ হল ব্যক্তিগত স্তরে সম্পর্কতে তুলে ধরা। অধ্যাপক পন্থ বলছেন, কেউ যদি কাউকে বন্ধু বলে, তার মানে এই নয় যে নীতিগত বিষয়ে কোনও ছাড় থাকবে। মোদিজির কূটনীতির নিজস্ব স্টাইল রয়েছে যে, তিনি ব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলেন এবং কখনও কখনো এই পদ্ধতিটিও কাজ করে।
আর কে